শত ধুলেও জাবে না তো কয়লা হইতে ময়লা
মন মরুতে মিলছে নাতো আমলেরই পেয়ালা,
হয়না আমল ঈমান দুর্বল দিন ফুরাচ্ছে হেলায়
দিন দুনিয়ার  ঘৃণ্য কাজে  নাশকতার  খেলায়।।

মনকে নিয়ে খেলছে শয়তান নানা ছ লে বলে
এই ভাবে তো চলবে নারে  দিন ফুরালে তবে
হিংসা বিদ্যা ধ্যানে জ্ঞানে  ই ত র প না  কার্য
এই ভাবে-ই মন বাধিয়া শয়তান করছে  ধার্য।।

তাহার নামটি হ য় না স্বরণ  গড়িয়াছেন যিনি
সৃষ্টি কুলের শিরোমনি আল্লাহ্  তাআলা তিনি,
শয়তানের-ই  শ প থ  ছিল সৃষ্টি-কর্তার তরে
নিয়ে জাবে সকল মানুষ  দুযোগ নামের ঘরে।।

মানুষের-ই  কৃত  কর্মে  শয়তান  হচ্ছে  ধন্য
দিনে  দিনে  ঐ  শর্তটি  হতে-ই  চলছে  পূর্ণ,
মনকে নিয়ে যতই খেলুক ছলে বলে শয়তান
পরপারে  যাইতে  হবে  নিয়ে  মানুষ  ঈমান।।

সৃষ্টির সেরা  যেন  মানুষ  ইহা নয়-তো ভুল
ঈমান আ ম ল  ধর্ম-কর্মের খুঁজতে হবে মূল
নয়তো ক্ষমা মিলবে নাতো ও'হাই মহা-সত্য
সময় থাকতে যেন মানুষ ও'ই সে নিগুরতত্ত্য।।
                    ******