নেয়ামত পেলাম কত করিনা শুকুর
তবুও  দানেন  দয়া  রহমান গ'ফুর,
না হইলে__বল সবে বাঁচি কেমনে
রহিয়াছি____কত শত ধান্য ধনে।

তবুও মিটেনা স্বাদ শত আশা প্রাণে
অধিক পেয়েও  নেশা ছারেনা জনে,
সে নেশা কড়া নাড়ে_শয়তান মনে
হিসাব যে দিতে হবে _বুঝিনা খনে।

ধনের পাহাড় বনিয়াও__ধনি জন
শত পেয়েও এ জনমে ভরে না মন,
ধনে ধনে বাড়ছে ___সহস্র জালা
তবুও মানেনা মন__ধান্যের খেলা।

এ জনমে দোষ ত্রুটি করি কত শত
রহমান দেখিতেছেন নিজের-ই মত,
দয়ায়  না  দানিলে রহম__রহমত
পাব‌ না খুঁজিয়া আলোর ঐ __পথ।

তার কাছে আছে যে সবি_অফুরান
দানিলে ক্ষমা তবে-ই  পাবো  ত্রাণ,
নেয়ামতের _শুকুর যদি করে যাই
রহমান দিবেন তত যত বে শি চাই।

পথের দিশায় যদি তাকে ভালবাসি
বরকত দানিবে তবে-ই  রাশি রাশি,
রহমতের ছায়াতলে রবে সে ই জন
রহমানি  ঐ পথ করিলে __বিচরণ।
               ******