_বসে যে জন সিংহাসনে
কুমন্ত্রণার __ফন্দি মনে,
তুলেছ ফণা পর আপনে
বিচার বিবেগ__গুরুস্থানে।
মিলছে আইন মূলে টাকা
জনগণের পকেট _ ফাঁকা,
বললে কথা__বিজ্ঞ জনে
ঐ কারাবাস রাজার দানে।
মুখে মুখে_ই__মানবতা
ঐ সিংহাসন বোঝেনা তা,
বসে যে জন জড়ো পদার্থ
বোঝেনা সে আইনের অর্থ।
করছে গাধায় আধা বিচার
মৃত্যু বিনে হবে না ছাড়,
এইতো এখন ভালো-মন্দ
জেনে বুঝে__চালায় দ্বন্দ্ব।
মানেনা কেউ__ গুরুজনা
মানবতার__ধার ধরে না,
মানবতা বিকিয়ে আবার
মানবাধিকার টাকায় কেনা।
বিকিয়ে সনদ বিশ্ব জুড়ে
মানবাধিকার পকেট ভরে,
মিলছে সনদ__ঘরে ঘরে
নাই অধিকার আপন নীড়ে।
আইন শুধুই গ্রন্থে লেখা
বাস্তবতায় যায় না দেখা,
__ মানবতার চরম খড়া
চোরে চোরে __বিশ্ব ভরা।
******