হে প্রভু মহান তুমি বিরাজমান সর্বদা সর্ব খনে
হাসিছ খেলিছ আপনি তুমি আ প ন সৃষ্টি সনে।

খে লি ছ __এ  বিশ্বময় তোমা সম্ কেহ নয়
ফুলফল  তরুলতা তব খেলিছে তোমার সনে।

চন্দ্র সূর্য গ্রহ তারা নক্ষত্র রাজি রহিয়াছে  যত
পড়িয়া আছে রাঙা পায়ে  খে ল না  তব কত।

পাহাড় সাগর হ্রদ নদীর _উঁচু  নি চু র  ভেদ
করিয়া__বিদ্রোহ  হ য় না  রেষারেষি বিভেদ।

বলেনা সাগর পাহাড়কে ডুবিয়ে হইবে সমতল
কহেনা নদী দুকুল ডুবিয়ে হইবে সমুদ্র  অতল।

আপন মহিমায় গড়েছ প্রকৃতির__অজস্র দান
আকাশে বাতাসে তব তোমার-ই সেই গুনগান।

মানুষ মোরা বনিতেছি মহাপাপী হিংসা বিদ্বেষে
হয় না মনে হবে কি শেষ বিচারে  দিন  শেষে।

হাসি খেলার ছলে চলছে __ভবের রঙ্গ মেলা
মেলা শেষে বুঝবে তখন ডুবিলে নাগর  ভেলা।

মহান মহিয়ান রহিম রহমান_তুমিই মহাজ্ঞানী
অধম অবোধ আমি তোমাকে'ই যেন মানি।                  
                ******