চোরে চোরে মাস-তুতো ভাই
গিলে ফেলছে তিনের আড়াই,
আধা এখন  আছে___বাকি
তাইতে চলছে __ফাঁকি ঝুঁকি।

মিথ্যে আশা ঐ__ইশতেহার
নির্বাচনে____ছড়ায় বাহার,
দলের  নামে____চাটিপূটি
জিতলে  পরে  দেখায়  লাঠি।

একই  দলের  দীক্ষা নিয়েও
গড়ছে__সবাই পৃথক  ঘাঁটি,
গায়ে পড়ে___ঝখড়া ঝাটি
ভাবছে__পেশা বাপের মাটি।

দলের  বলে___পাটা পাটি
____শুধু শুধুই লাটা লাঠি,
নেতায়  করছে  নেতার ক্ষতি
___জনগণের কি হয় গতি।

এই_ সমাজের__রাজনীতি
আমলা-তান্ত্রিক__ভয়-ভীতি,
বনছে__নেতা_ রাতা-রাতি
করছে__ হাজার__ দুর্নীতি।

__ জবর দখল করছে বলে
জ্বালাও পড়াও __ রসানলে,
দুর্নীতির __ওই___কবলে
ছেলের  জালেই  বাবা জেলে।

___জ্ঞানী গুণী বললে কথা
গায়ের  জোরে-ই_ খর্ব তথা,
নীতি বাক্যের__মিথ্যে কথা
ছারবেনা তা মারলে__জুতা।
           ******