হায়_হায়রে__কলিকাল
বিশ্ব   এ খ ন   ডিজিটাল,
পুলা_পাইনে_ আজকাল
চলছে যে'ঐ টাল_মাটাল।

খেলা_ধুলা  গেছে  ভুলে
কাইক  শ্রম  ময়লা মূলে,
হাতে  স বা র অ্যান্ড্রয়েড
টাকায় টাকায় ইন্টারনেট।

ফেসবুকে-ই খাইছে মাথা
তাতে-ই চলে খবর বার্তা,
পড়ালেখায় মারছে ডাব্বা
জোয়ায় মেতে মার-হাব্বা।

করছে নোংরা_ রাজনীতি
বনছে__ নেতা মূর্খ অতি,
শয়তান নাড়ে_মনে কড়া
বেয়াদবের__আদব ওরা।

হয়রানির_ নাই তো জুড়ি
ইচ্ছে হলেই_ চালায় ছুড়ি,
করছে_ঝগড়া গায়ে পড়ে
নিরীহ জন_ পরছে ফেরে।

বাড়ছে অতি নেতায় প্রীতি
নষ্ট করছে_ সমাজ‌ ক্ষেতি,
মানছে না কেউ_ বয়জেষ্ট
মুরুব্বিদের___মনে কষ্ট।

দ্বিধাদ্বন্দ্বে__কাটছে  কাল,
সমাজ সে বা য়  ম্যানটাল
ভেড়ায় চাটে_বাঘের গাল
হায়রে  মজার_ ডিজিটাল।
         ******