সেই বীর ‌সেই  মহাপ্রলয়
সেই তো ঐ __মহাঝঞ্ঝা,
___ যুগে যুগে যুগান্তরে
শোষণের  তড়ে যার পাঞ্জা।

শত্রু__সেনার শক্তি ভারি
__তবুও যায় লড়াই করি,
হারা জেতার  ঐ_খেলাতে
বীর কভুও  ছাড়তে _নারি।

_ স্বাধীনতা  যে'ই বাদলে
বীরাঙ্গনার ঐ  __আদলে,
লড়বো আবার ঐ'সে বলে
_জ্বালবো যেন পলে পলে।

সিংহাসনের___মরীচিকা
যতই ___কর ছলচাতুরি,
_জিতবোই তব যতই বড়
থাক না বলের__বাহাদুরি।

ছাড়তেই হবে ঐ সিংহাসন
_যমের বেড়ি চড়বে যখন,
টানাটানি___করলে বলে
কষবে  গলে নিজ কৌশলে।

__এমন দ্বরে রইবে পরে
শুনবে না কেউ_আহজারি,
_ শুনবে কেন জনম জনম
বনে ছিলে ___স্বৈরাচারী।

___শত জনম কত দেখা
ইতিহাসের পাতায় _লেখা,
আ স লো কত্ত দৈত্য দানব
তারা কি কেউ রইল কোথা?
            ******