নদীর ও স্রোত ধারা বহিছে দিশেহারা
দিগন্ত মাতোয়ারা চলিছে পাগলপাড়া।
ঐ-সে ধারা গুন করিতেছে কূল কূন
কলতান রুন ঝুন বাজে কানে ঐ শোন।
ঐ যে সেই সে সুর বেদনা বিধুর
ললনার কানে বাজে আবেশ ও মধুর।
বিরহ সেই বেদনা বুঝে বল ক-জনা
কহিতে চাহিলে কেউ যে তা শোনেনা।
ক হি বো কাহারে দুঃখ-ই আহারে
এ জগতে শুধু-ই মিলি যে তাহারে।
হা রি য়ে ছে যেন সে কত যে রতন
ছু টি য়া বে ড়া য় নিয়ে হী ন মন।
এত রতন নয় মহা রত্নের-ই ভান্ডার
হারিয়েছে যে সেই বুঝে ঐ ব্যথা ভার।
******