তোমার ঐ আঁখি মায়ায় ডুবিয়ে দিলে হায়
জনম জ ন ম খুঁজি যদি কূল্ হারা তায়,
অকুল মায়ার ভা ব সাগরে ডুবিয়াছি আমি
না জানিলেও তুমি তাহা জানে অন্তরযামী।
খেয়ালী মন বেখেয়ালি সে'ই আঁখি মায়ায়
রাখিবে কি তুমি মোরে ঐ আঁখি ছায়ায়,
সেই ভাবনায় চঞ্চল আ মা র মন্ ছায়ানট
বাজে কি গো তোমার মনে ঐ'সে মায়া ঘট।
হঠাৎ দেখায় চোখে যবে পড়িয়াছিল চোখ
ভ রি য়া ন_উঠিলো মনে বিনয়ী মোর সুখ,
__তাহাতে ঐ মন্ ভ্রমরা জাগায় কলতান
গুন'গুনিয়ে গায় ভ্রমরা অবুঝ প্রেমের গান।
থাকে যদি তোমার মনে ঐ'সে ভাবের টান
লিখব তবে তোমার তরে ছোট্ট ছড়ায় গান,
সেই সে গানে তুমি রানী না হইলেও রাজা
খাটবো তবু জনম জনম দিলে মোরে সাজা।
__ নইতো কবি রবির মত না হই নজরুল
ভুল হইলে ক্ষমো মোরে আঁখির তরে সুল,
কাঁদবে আঁখি সেই সে ভুলে জানবে সহসা
___ ভুলিবনা তবু কভু আঁখির মায়া ভাষা।
******