সে আমার স্বপ্নে আসে যায়,
তারে কেহ দেখিতে নাহি পায়।
পরানের সুখ সে নিয়েছে চুরি,
তবু আমি খুশি, দেখি না ওহারে যদি।
অমর মোর প্রেম কবিতা শুনাই নদীর পানে,
ধারার সুরে ভাসাই গল্প, নিরব নীরবাচে।
তার আঁখিতে দেখেছিলাম ভবিষ্যতের আলয়,
জেগে দেখি স্বপ্ন সে—বিষমে আমি ক্ষয়।
তারে দেখি না আজ, যুগে যুগান্তরে,
মনে হয় সে হারায়েছে ভিনগ্রহির ভোরে।
তবু তার স্মৃতি বুকে জড়িয়ে রাখি,
এই আকুল প্রেমে আমি মুগ্ধ থাকি।