বড়ো বাড়ির স্নেহের সন্তান
রোজ দিবসে অলোসেমিতে
কেউ নয় তার সমান
পড়ালেখার নামে শুধু
বই পত্তর ঘঁাটে
পড়ার নামে ফঁাকিবাজি
লেখাপড়া লাঠে
বাবা যখন বকেন তারে
নাওয়া খাওয়া ছাড়ে
শুয়ে শুয়ে সময় কাটায়
নাটুকে জ্বর বাড়ে
জ্বরের চোটে ফুলকি ছোটে
বাড়তে থাকে ছটপটানি
ভয়ে ভয়ে বাবা কহেন
ডাক্তার ডেকে আনি
ডাক্তার বাবু এলেন এবার
দেবেন ইনজেকশন
জ্বর গেলো তার ভালো হয়ে
উঠে বসলো জামান