আমি দেখিয়াছি তাহাকে,
আকাশের ঐ তারা গুনতে।
তাহার হরিণী রাঙ্গা দু'টি চোখে,
আমি স্নিগ্ধ দৃষ্টিতে তাকাইয়া থাকি।
আর আমার স্তব্ধ হৃদয়খানি,
জাগিয়া ওঠে তাহার মায়াবী দৃষ্টিতে।
তাহাকে দেখিয়া আমার হৃদয়খানি,
স্পন্দিত হয়ে গিয়াছিলো।
তাহার স্পর্শে আমার শরীরখানি,
শিশির ভেজা সকালের
কুয়াশার মতো,
শিরশির করিয়া উঠিল।
মনে হইয়াছিলো হৃদয়খানি,
যেন দেহ ভেদ করিয়া,
দূরে কোথাও চলিয়া গিয়াছে।
রচনা :- ১৮/১২/২০১৮ইং