আমি স্রষ্টার বিধান কায়েম করিব এই মোর ফরমান,
মম পদতলে মরনের পাঁড়া খেয়ে মরে শয়তান।
সৃষ্টির সেরা জীব
চির উন্নত আমি শ্রেষ্ট অতীব।
আমি আসিয়াছি ভয় কিসে ওহে পথভ্রষ্টা,
আমি দেখাব আলোর পথ
এই মোর দৃঢ় মত
মম শক্তি সাহস ঐ এক শ্রোষ্টা।
বাংলার এই বুকে, আমি অত্যাচারীর মরণ,
আমি ফাঁদ পেতে ধরি, তিলে তিলে মারি এই মোর ধরন।
আমি কালি রে কিলাইয়া, ঠিক করি তার জিহ্ব্বা,
আমি অসুর রে কড়াই-এ, কসায়ে বানাই দেবতা।
আমি শৃঙ্খল, হিন্দোল, আমি নৃশংস,
আমি পলে পলে শেষ করি এজিদের বংশ।
আমি রবির শক্তি চুরি করে হয়েছি বড় শক্তিমান,
পার্শ্বে আমার হাজারো দেবতা বক্ষে ভগবান।
আমি জাতির জ্ঞাতি রে ভাই আমি মুক্তির নিশান,
আমি মুক্ত করব নিস্পৃহদের আনব ডেকে খুশির বান।
আমি অস্ত্র ছাড়া যুদ্ধ করি তবু উড়ে মোর জয়ের নিশান,
এই পালোয়ান আমি-
লোকে ভুল করে ডাকে মোরে তালেবান।।।