আমার জীবন হইলো বঞ্চনার ই ছোট্ট একটা দেশ
সেই দেশের ই প্রধান-মন্ত্রী তুইতো ছিলি বেশ
সব ক্ষমতা তোর হাতে, তে,,-- তুই করলি অবিচার
হাসিনার ই চেয়েও বড় তুই যে স্বৈরাচার।।

ধর্ম - গ্রন্থ ছুয়ে রে তুই করে ছিলে শপথ
কোনোদিনও করবি না তুই প্রেমের খিয়ানত।
আমি করলে প্রেমের দাবি-
তুই বুকে বুলেট ছুড়লি,,--করলি দূরাচার
হাসিনার ই চেয়েও বড় তুই যে স্বৈরাচার।।

তাহাজ্জুদের নামাজ পড়েও রাখলি না ঈমান
ইচ্ছে মত লংঘন করলি প্রেমের সংবিধান।
তুই কইরা দমন পীড়ন-
চইলা গেলি নির্বাসন,,--জানি ফিরবে নারে আর
হাসিনার ই চেয়েও বড় তুই যে স্বৈরাচার।।