গোলাপ আমি চাইনা প্রিয় কাটা তুমি দিও,
একলা তোমার চলার পথে সঙ্গী করে নিও ।
তোমার সুখের পরশ চাইনা আমি দুখের ভাগ দিও
আমার দুখের দুখী না হও তুমি সুখের সাথী হইও।
জীবন ভর থাকো তুমি হেঁসে সুখে,
তোমার দেওয়া ব্যথার তীর বিধুক আমার বুকে।
চাঁদের মতন প্রিয় তোমার রাঙ্গা ঠোঁটের হাসি,
আঁচড়ে পড়ুক এই রিদয়ে নিভুক দহন শশী।
মালা আমি চাই না প্রিয় ব্যথা তুমি দিও,
একলা তোমার চলার পথে সঙ্গী করে নিও।
যেওনা তুমি আমায় ছেড়ে,
গুমড়ে গুমড়ে কাঁদবো তোমার স্মৃতি মনে করে।
অপ্রিয় হয়েই থাকব তোমার চাইনা হতে প্রিয়,
দূর হতেই দেখব তোমায় চোখের দেখা দিও।
প্রেম আমি চাই না প্রিয় হেলা তুমি দিও,
একলা তোমার চলার পথে সঙ্গী করে নিও।
যখন হবে অন্যের ঘরণী,
আমার দির্ঘশ্বাসে উঠবে কেঁপে পাষাণ ধরণী।
তোমার অচিন গৃহে অচিন বেশে দেখা হলে প্রিয়,
ঘরের দুয়ার বন্ধ রেখে জানালা খুলে দিও।
সেদিন আমি দেখব তোমায় হাজার তৃষা লয়ে,
রুক্ষ কেঁশে পাগল বেশে করুণ চোখে চেয়ে।
বুঝবে তুমি সেদিন প্রিয় বুঝবে সেদিন তুমি,
ফাটবে তোমার পাষাণ ওবুক ঝরবে চোখে পানি।
চোখের চাওয়া টুকু ফুরিয়ে গেলে জানালা বন্ধ করে দিও,
বুঝতে যেন পারেনা কেউ অশ্রু মুছে নিও, তোমার অশ্রু মুছে নিও।।