ছেড়ে গেছো পাষাণটাকে ভুলতে তবু পারলে না
ভুলতে যতই চাও তুমি
তোমার ততই মনে পড়ি আমি
হায় রাগিনি!ভুলতে চেয়েও ভুলতে তুমি পারলে না
ছেড়ে গেছো পাষাণটাকে ভুলতে তবু পারলে না।।
রিদয় জুড়ে ছিলে তুমি গেলে রিদয় জ্বালাইয়া
ফিরতে আবার আমার নীড়ে
চাও কেনো গো বারে বারে
আসবে যদি গেলেইবা কেন আমায় ছাড়িয়া
রিদয় জুড়ে ছিলে তুমি গেলে রিদয় জ্বালাইয়া।।
ওগো কতদিন আর থাকবে বসে বাতায়ন খুলে
বধু রুদ্ধ করো সেই বাতায়ন
ফিরবে না আর এই প্রিয়োজন
পাষাণ আমায় করছো তুমি তোমার অবহেলে
ওগো কতদিন আর থাকবে বসে বাতায়ন খুলে।।
তোমার গগন রবি শশী নক্ষত্রতে ভরা
ব্যথায় ভরা আমার গগণ
শিশির জলে ভেজায় ভূবন
আমার শুন্য গগন ব্যথায় ব্যথায় ঝরায় বাদল ধারা
তোমার গগন রবি শশী নক্ষত্রতে ভরা।।
ধরতে আমায় জাল পেতেছো জটিল তোমার রুপের মায়া
যে রিদয় ভাঙে কাচেঁর মত
রুপসী সে হোক না যত
পারবে নাতো ফেলতে ফাঁদে লোভাতুর ঐ রুপের কায়া
ধরতে আমায় জাল পেতেছো জটিল তোমার রুপের মায়া।।
বক্ষে তোমার ধরিয়াছো সাহারা মরুভূমি
একটু খানি জলের আশায়
মরছো তুমি দারুন তৃষ্ণায়
করুণ তোমায় দেখছি শুধু আমি পাষাণ মমি
বক্ষে তোমার ধরিয়াছো সাহারা মরুভূমি।।
প্রিয়া চিনলে তুমি পুব দুয়ারের দুরের রবিরে
তুমি চিনলে নাতো কাছের কবি
যে আকঁতো তোমার প্রেমের ছবি
চিনলে শেষে অনেক পরে যখন হারিয়েছো দাবি
উধ্বে বসে তোমায় লিখছে এখন সেই সে পাষাণ কবি।।
উধ্বে ছেড়ে দুরন্তকে ধরার ধুলোয় আনতে চাও
দুর্গে এনে রোদ্র রুপে
চাহ মোরে অশ্রু চোখে
আমার মন গলবে নাকো যতই গলায় মালা দাও
উধ্বে ছেড়ে দুরন্তকে ধরার ধুলোয় আনতে চাও।।