দূর গগনের নীল নীলিমায় চুপ করি রও আঞ্জেরী
জাগাও না আর আগের মত মিস হয়ে যায় সেহরি
নীল নীলিমার আন্জেরি।
সেই যে কবে লুকিয়ে গেল শাওয়াল মাসের চাঁন
রজব গেল, শাবান গেল, এলো আবার রমজান
তুমি নামের ঘুম ভাঙানো আমার এলাম ঘড়ি
বর্ষ শেষে তপ্ত দাহে করো হৃদয় জুড়ে সঞ্চারী
জাগিয়ে দিও আঞ্জেরী।
সেই যে তুমি চুপ রহিলে সেকি ভিষণ অভিমান
ভুল করে আজ আমার জায়গায় বসিয়েছো অন্য নাম
নিয়ম ভেঙে এখন তুমি যাহার এলাম ঘড়ি
তাহার হৃদয় মন্দিরে তোমার গুণের গুঞ্জরি
পার হয়ে যায় সুবে সাদিক জাগো তুমি
জাগাও তারে আঞ্জেরি।।