জন্মিয়া এই ভুবন মাঝে কি কইরাছি ক্ষতি
জানিনা কোন পাপের দায়ে পাই যে এমন শাস্তি।।
নিশি রাতে জেগে জেগে
ক্ষমা মাগি দু’হাত পেতে
ক্ষুধার লাগি খাদ্য চাহি প্রাণে চাই শান্তি।।
দীন দুনিয়ার মালিক প্রভু আরশ হতে নেমে
দিন দুখি এই গরীবের ঘরে খাদ্য দাও কিনে
শুণ্য যে মোর ভাতের থালা
পেটের মাঝে ক্ষিধার জ্বালা
দরিদ্রতার এই জীবন হতে দাও হে প্রভু মুক্তি।।
হাজার দুখেও শোকর গুজার করি তোমার নামে
বাধিও না এ বান্দা রে প্রভু আখের কাষ্টমে
আমার পাপের যত শাস্তি
এই দুনিয়াতেই দিও বিধি
পরপারে বেহেশতে নিও রইল এই চুক্তি।।