রোজা থাকা, নয়তো সোজা, নয়তো বেশি কঠিন
উপোস থাকাই, নয়তো রোজা, আসুন যেনে নিন।
রোজা থেকে ছাড়েনি যেবা মিথ্যা কথা বলা
তাহার হয়নি রোজা উপোস থাকাই হলো সারা বেলা।
রোজা রেখে হেলায় ফেলায় কাটালো যেবা দিন
তাহার রোজার হক হয়নি পুরণ রয়ে গেছে ঋণ।
রোজা রেখে সুদের টাকার করলো যে করবার
আপন দুগ্ধ মাতার সাথে যেনো করলো ব্যভিচার।
ঘুষের টাকায় যেজন করেছে ইফতার
মলমুত্র দিয়ে যেনো ভারালো তার উদর।
তোমরা পরনিন্দা পরগীবত করো যখন দোস্ত
রোজা রেখেই খেয়েছ তখন মৃত ভাইয়ের গোস্ত
আহা বড় কথা হলো বন্ধু ব্যথা বুঝি পেলে
ইহা কবির কথা নহে বন্ধু নবি গেছে বলে।
সঠিক ভাবে রাখবে যেজন রমজানের সব রোজা
হালাল হারাম মেনে যেজন পথ চলিবে সোজা।
তাহার পক্ষে হাসরের দিন রোজা কথা বলিবে
জাহান্নামের ঢাল হয়ে তার পাশে দাঁড়াবে।
রোজা রেখে কে করছো ভাই কোরআন তেলাওয়াত
তোমায় সেদিন কুরআন ও এসে করবে সাফায়াত।।