দেখ চেয়ে তুই।           🧕🧕
দুইয়ে দুইয়ে চার হয়, ২+২=৪
একে একে দুই।           ১+১=২
দেখ চেয়ে তুই।।         🧕🧕

তবে তুই কেন একা!   🧕
মুখ ভার কেন তোর।  😕
খোলা কেন খোপা।    👩🏻

ভালো করে দেখো!   🧕
চোখে মোর তোর ছবি  🧐 🧕
মন জুড়ে থাকো।           ❤️❤️

মিছে কথা নয়!     🚫🚫
চারে চারে আট সখি ৪+৪=৮
তিনে তিনে ছয়।         ৩+৩=৬

তুমি বিশ্বাস করো!   🧕🙏
পাঁছে পাঁছে দশ হয় ৫+৫=১০
ছয়ে ছয়ে বারো।।    ৬+৬=১২