শুধাও আমায় কি দল করি
শিখাও মোরে রাজনীতি,
কুটনামিতে সেরা তোমরা
বুঝি তোদের কুটনীতি।
আমরা সবে সমাজ বদ্ধ
মানছি কি কেউ সমাজনীতি
সুযোগ পেলে কে করে না
কুটি টাকার দুর্নীতি।
কর্জ্জ কেহ চাইলে টাকা
শিখাই তারে সুদনীতি,
চাকরি একটা চাইলে কেহ
বুঝাই তারে ঘুষনীতি।
এই দেশেতে দেখছি কত
সাধু বেশে- দূর্নীতি
সেই আমাকে শিখাতে চাও
নতুন করে রাজনীতি।
ঠেলাঠেলি করছো সবাই
দলাদলির দলনীতি,
নেতারা সব নিরাপদে
দেখাস না আর আহাম্মকী।
দেখে দেখে ক্লান্ত বড়
রেজু ফেজুর ভন্ডামি
ছাত্রলীগের খাট নীতিতে
দেশটা বড় বদনামি।
শেখ মুজিবের আদর্শে
লুটপাট আর স্বৈরাচারি
যুবলীগের নীতি যেনো
করতে হবে চাঁদাগীরি।
জামাত শিবির ধর্ম ভীরু
মানছে তারা ধর্মনীতি,
সেকুলাররা নিন্দা করে
বলছে তাদের মৌলবাদী।
ফের,শুধাও আমায় কি দল করি
ধারণ করি কোন নীতি,
শুনহ! আমি ইমন করি সত্য ধারণ
মেনে চলি সাম্যনীতি।।।