অনেক কথা বলার ছিল হয়নি আজো বলা
অনেক পথ চলার ছিল হয়নি আজো চলা
আশায় আশায় বসে ছিনু
কত জায়গায় খবর নিনু
কেউ জানেনা কোন পাড়েতে ভিড়েয়েছ ভেলা।
সাথী মিটল না সাধ এই জীবনে ক্ষণিক ভালবেসে
অনন্তকাল পাই যদি গো চাইব তোমায় পাশে
ছেড়া আমার নায়ের ছই
নারীরে তুই বুঝলি কই
তোমায় দেব বলে শুকিয়ে গেল আমার হাতের মালা।।
আমার বুকে অগ্নি পাহাড় তোমার বুকে নদী
কেমনে নিভিবে এ আগুন তুমি বিনে জলধি
আমায় কেবল অনুরাগি
করলে তোমার দুখের ভাগী
উড়াইলা মোর পরাণ খানি উড়ে যেমন তুলা।।