দক্ষিণে তে দৃষ্টি সবার
এবার দৃষ্টি ফেরাও উত্তরে,
হাজার মানুষ পানিবন্ধি
এগিয়ে আসো উদ্ধারে।।
কাল যেখানে উঠন জুড়ে
ছিলো সোনামুখিদের হাসি,
সেথায়, সেই হাসি আজ
বানের জলে গিয়েছে ভাসি।।
ঘর ভর্তি পানি রেখে
চোখ ভর্তি পানি লয়ে,
আশ্রয়কেন্দ্রে জুটলো অশ্রয়
সঙে ছেলে মেয়ে।।
প্রাণ বাঁচাতে এসে সেথায়
প্রাণ বুঝি যায় যায়,
খোজ তাদের নিচ্ছে না কেউ
নিউজ হচ্ছে না মিডিয়ায়।
অনাহারে অর্ধাহারে
কাটছে তাদের দিন
দোহাই লাগে দেশবাসি
খবর তাদের নিন।।
বন্যা এলে আর জায়গায়
সঙে সঙে পায় ত্রাণ,
তবে উত্তর বঙ্গের ক্ষেত্রে শুধু
বৈষম্য হয় কেন??।।
_এস,এ,ইমন