বাংলা মোদের মায়ের ভাষা
এই ভাষাতেই সকল আশা
সকল চাওয়া-পাওয়া।
এই ভাষাতেই স্বপ্ন বুনি
স্বপ্ন বেচে ছন্দ কিনি
এই ভাষাতেই সকল গান- গাওয়া।
এই ভাষাতেই দু'হাত তুলে
বুক ভাসিয়ে নয়ন জলে
প্রভুর কাছে বলি-
দয়ার-সাগর করুণা ময়
বেহেসতে নিও তাদের হায়
ভাষার জন্য যে ভায়েরা
রক্ত দিলেন ঢালি।।