হারিয়ে গেছে কন্ঠ হতে আমার সুরের কাওয়ালি
সুর বিনে তাই গান গেয়ে যাই আপন মনে পথ চলি।
সুরের পাখি সপ্নে আসি গভীর রাতের ঘুমোতে,
জড়িয়ে ধরে ঘুম ভেঙ্গে দেয় সাচ্চা ঠোটের চুমোতে।
আঁখি মেলে ডাকি তারে মধুর মঞ্জুরি আমার কই গেলি,
হারিয়ে গেছে কন্ঠ হতে আমার সুরের কাওয়ালি।
সুরের পাখি উড়াল দিল খুজি তারে জগৎময়
আমার বাঁশের বাঁশি রইল পড়ে ঘূণে ধরে হইল লয়।
কে তুমি ভাই গানের পাগল সুর বিনে গান গাওয়ালি।।