কৃতী
...এস,এ,ইমন
আমারে যে ভাবে চির শত্রু সেও আমার বন্ধু,
সকলের তরে খোলা মোর রিদয়ের সিন্ধু।
মানুষ হলেই বাসি- ভাল কোনো বিভেদ নাই,
একই শ্রোষ্টার সৃষ্টি মোরা সকলে ভাই ভাই,
গরীব বলে তুমি ভাই করিছ ঘৃণা কারে,
আজকে যারে গরীব দেখছ কাল সে ধনি হতে পারে।
আজিকার বাদশাহ কাল সে হতে পারে ফকির,
শক্ত ভিত নড়ে গিয়ে ভাঙতে পারে প্রাচীর।
হাসিতেছ বন্ধু, হেসো না হেসো না,
কাহার বুকে লুকায়ে ভগবান তুমি জানো না ।
অজ্ঞতা বশে যাহারে ভেবেছ দীনতা,
হয়ত সে খোদার কাছে তোমার চেয়ে প্রবিত্রতা।
ঘৃণা করিতে নেই মানুষ রে ভাল বাসিতে শেখো,
ক্ষুদ্র তোমার বক্ষদেশে বিরাট আত্তা রেখো।
মহৎ তোমার কর্ম রে ভাই সুন্দর আচরণ,
সবার তরে অটুট থাকুক! ক্ষণিকের এ জীবন।
মরবে তুমি থাকবে বেঁচে ভাল যত কর্ম,
ধরার বুকে কি ছিলে, বুঝবে তোমার মর্ম।
হারাবে তুমি মাঠির গহ্বরে হারাবে না তোমার নাম,
যুগে যুগে গাইবে লোকে তোমার জয়ো গান।
বন্ধু হও এমন কৃতী,
তোমারে ফিরে পেতে যুগে যুগে কাদে যেন পৃথিবী।