ও কালো বউ বাপের বাড়ি
যেও না এই শীতে,
দেহ আমার উষ্ণ করি (তোমার)
কালো রুপের তাপে।
যেও না এই শীতে,

কালো আমার চোখের মনি
মাথার চুল ও কালো
তাই তো তোমায় ও কালো বউ
লাগে খুব ই  ভালো।

(তোমার) কালো রুপের গগন তলে,
চৈত্র মাসের রৌদ্র মেলে।

তোমার হাতের খাবার ছাড়া
   সব ই লাগে তিতে।
ও কালো বউ বাপের বাড়ি
   যেও না এই শীতে,

কাজল কালো আঁখি তোমার
ঠোটের তিল ও কালো
কোকিল কালো, ভোমরা কালো,
কালোই আমার প্রিয়।

ফাল্গুন মাসে কানন ফুলে  (তোমার)
কালো রুপের কদর মেলে।

তোমার চুলের সুবাস ছাড়া
   ঘুম ধরে না রাইতে।
ও কালো বউ বাপের বাড়ি
   যেও না এই শীতে।।