ওই আসিতেছেন কবি রাজ পথ দিয়া
যে পথে হাজারো প্রাণ পড়িছে ঝরিয়া
ওই আসিতেছেন কবি রাজ পথ দিয়া
কাহারে কহিবে কবি তাহার মনের ব্যথা
যে ব্যথায় হাজারো প্রাণ রয়েছে গাঁথা।
বিপ্লবীরা আর বিপ্লবী নাই
ভুলিয়া গিয়েছে ক্ষমতা পাইয়া!
ওই আসিতেছেন কবি রাজ পথ দিয়া
আজি সবার সমুখে সত্য তুলিবেন ধরিয়া।
হৃদয় মাঝারে আজি এই ভাবিয়া উঠে কম্পন
বৃথাই কি! বীরেরা হারালো হাত পাঁ দিয়েছে জীবন।
আজি দেখিবার নাই কেহ
অঙ্গ হানি হইয়াছে যাহাদের দেহ
দেশ সংস্কার করিতে হইবে ইহাদের সঙে নিয়া
ওই আসিতেছেন কবি ব্যথিতদের সমব্যথী হইয়া।