কে যাও ও ভাই মরুর পথে আমার নূর নবীজির দেশে,
আমি ও যে যাব ভাই দূর আরবের দেশে।।
আমি চিনি না ঐ মদিনার পথ
আমার নাই বাহন নাই রথ
ভিক্ষা চাহি তব সঙ্গ ভিখারির বেশে।।
দূর বহু দূর সেই মদীনা নগরী
যেতে পুজি লাগে ভূরি ভূরি
তোমরা না হয় সঙ্গ দিলে
আমার যে ভাই শূণ্য থলে
সাধ আছে সাধ্য নাই থামি তাই পথের মাঝে।।
বিমানে চড়ে পাখির মত যাবে যখন উড়ে,
আমার ছালাম টুকু পৌনছে দিও নূর নবীজির তরে।
আমি যে তার গরীব উম্মত
জানে নবী মুহাম্মদ (সাঃ)
তাই যেতে পারিনি তব সঙ্গী হয়ে রসূলের কাছে।।