দিনে দিনে আসিলো এ কেমন দিন
গরমের যন্ত্রণায় ধরে না তো নিন।
কারেন্ট এই আছে এই নাই
তার কী-যে জব্দ
তাল পাতার পাখাটাও
হয়ে গেছে লুপ্ত।
থামে সাগরের কোলাহল
নামে নিরবতা
কমে না-তো রাক্ষুসে গরমের
তীব্রতা।
পেট ঘামে পিট ঘেমে ভিজে যায় জামা
গরমের উৎপাত শরীরে আর সয় না।
প্রিয়জনও প্রয়োজনে কাছে আসেনা
শীতের মত করে আর পাশে থাকে না।