আমার প্রিয়ার চেয়ে শালী সুন্দর শালীর চেয়ে শালার বউ,
তারি চেয়ে অধিক সুন্দর পাড়াতো বোন মউ।।
আমার প্রিয়ার কথা ভিষণ তিতা নিম গাছের কষ,
শালীর কথা জব্বর মিঠা খেজুর গাছের রস।
ওরে.. তারি চেয়ে মিঠা লাগে শালার বউ এর কথা,
মউ এর কথা শুনলে পরে জুড়ায় বুকের ব্যথা।।
জবার চেয়ে জুই সুন্দর তারি চেয়ে শাপলা,
কোন ফুলে ভরবে মালী তোমার কাঁখের ডালা।
বাগিচার পরে বাগিচা, সুন্দরের চেয়ে সুন্দর,
কোন বাগিচার মধু খাবে ভেবে না পায় ভোমর।
তেমনি দশা আমার ও ভাই জীবন গেল বৃথা,
ইস! প্রিয়ার বদল শালী যদি হত আমার সিথা।।