আঁখিরার জলে আমার কাঁখের কলস যায় ভেঁসে,
ধরতে গিয়ে এ,কি হলো হায় তনু গেল ভিজে।।
ঘরে আমার ননদি
শুধালে বলবো কি
ভাবি তুমি এমন!ছি মরি আমি লাজে।।
নদীর ঘাটে যে কূলেতে
নিত্য আসি পানি ভরতে
সে কুলেতে হারিয়েছি আমার নাকের ফুল
ননদি-রে তোর ভাইকে বলিস
নাকের ফুলটা তুঁই না নিছিস!
যদি জানতে পারে হারিয়েছি ছিঁড়বে রে
মোর চুল
সে যে বড়ই রাগী তার ধমকানির ঐ
বজ্রকন্ঠ আজও কানে বাজে।।