এই যুগে ভাই সত্যিকার ঈমানদারের বড় আকাল
দেখছো যাদের ধর্মগুরু তারা সবাই ধর্ম-মাতাল।

এরা দেয় না বাধা অসৎ কাজের দেয় না ভালো কাজের দাওয়াত
তারা ভালো কাজের সব কিছুতে খোজে শুধু বেদাত।

কিতাবের বাণী বিক্রি করে চলে এদের রুজি
সেইখানেতে পায় না তারা হারাম বেদাত খুজি

ফরজের বেলা সকলে এক  নফলে টানাটানি
চলছে ভালোই ধর্মব্যবসা ঈমান বিকি কিনি।

সেজে শেষ জামানার বড় শাহেখ ধর্ম করে পুজি
জাতির ঐক্য নষ্ট করে চালায় ফতোয়াবাজি।

জাল যয়ীফ এর হাদিস ছোড়ে হাতে লাঠি দন্ড
যেনো চার ইমামের বড় ইমাম অতিশয় সে ভন্ড।

যিয়াফত আর মিলাদ শরিফ শবে বরাতের ইবাদাত
যাহার বাণি পড়ে বলছ মৌলভী এ সবকিছুই বিদাত।

তিনি নিজেই লিখতে নিষেধ করছে নিজের সকল বাণি
বেদাত তো ভাই সে করেছে লিখল যেজন নবীকে না মানি।

'পারবে কী দিতে ইহার সঠিক জবাব?
বিদাত বলো যে আমলে অশেষ নেকি ছয়াব।।