ওরা বলাবলি করে সই
গর্হিত সেই কথা কোন মুখে কই
ওরা বলাবলি করে সই।

ওরা যাহা বলিয়া বেড়ায়
আমি তার ধার কাছে নাই,
বাগানের সদ্য ফোটা ফুলটাও
উহাদের কাছে পেলো না রেহাই।

বল ওরে বল গগনের চাদ
যাহাদের জোসনা বিলাও আধারের রাত।
তাহারাই বলে চাদেরো কলন্ক আছে
ঐ কথা শুনে তারাগুলো মিটি মিটি হাঁসে।

ওরা যাহা বলে বলুক শোন তবে সই
ওরা যতটা মন্দ বলিছে আমি ততটা নই।