হে পভু হে পরওয়ারদেগার
সত্য সঠিক পথে চালাও
তোমার কুদরতি হাতে
ক্ষমা করো আমাকে
তোমার রহমত দাও।।
প্রতিটি দিন
প্রতিটি ক্ষণ
করছি লংঘন তোমারি আদেশ,
আমি পাপি
এমন পাপী
পাপের নাহি শেষ।
তোমার রহমান নাম উছিলায় ক্ষমা করে দাও
প্রভু ক্ষমা করে দাও।।
সর্বদা যেনো আমি
তোমারি আদেশ মানি
ফিরিয়ে নাও প্রভু তোমার দিকে.
আমারি কারণে যেনো
কাহারো মনে
এতটুকু দুঃখ না লাগে।
প্রিয় নবীর উচিলায়
হে প্রভু আমায়
তোমার জান্নাত দাও।
হে পভু হে পরওয়ারদেগার
সত্য সঠিক পথে চালাও।