ভোরের হাওয়ায় শিশির ভেজা ধানের পাতা নড়ে
একটি ছেলের সারাটা দিন  তোমায় মনে পড়ে।

      মেঘের রাণি ছায়ার রাণি
      মেলে ধরো আচঁল  খানি

মন খারাপের পাঁথার খানি রোদ্রদাহে পোড়ে
একটি ছেলের স্বপনো গুলো পড়ছে ঝরে ঝরে।

       ঘসায় ঘসায় ধানের পাতা
       উলঙ্গ হাত যাচ্ছে কাটা

বুকের ক্ষত হচ্ছে বড় তোমায় ভেবে ভেবে!
তবু একটি ছেলের বুকে তুমি হাজার বছর রবে।

      না হয় যদি না হোক কথা
      পেও না-কো দুঃখ ব্যথা

মাঠের কাজে মাঠেই থাকা ঘাটের কাজে ঘাটে
তবু একটি ছেলে ভীষণ ভাবে তোমার কথাই ভাবে।

      হঠাৎ যেদিন হবে দেখা
      দেখবে গালে অশ্রু রেখা।

ধূম্র শিখা গলে গলে তোমার ছবি আকেঁ
একটি ছেলের এমনে করেই সারাটাদিন কাটে।