একাত্তরে রক্ত দিয়ে দেশটা স্বাধীন করছি ভাই
যুগ জামানা পাল্টে গেছে এবার রক্ত নেওয়া চাই।
মোরা একটি ফুলকে বাচাঁব বলে যুদ্ধ করি একাত্তরে
সেই একাত্তর চব্বিশে ফের হাজার ফুলের প্রাণ ঝরে।
খুনি কভু করবে না-ক শহীদ ভাইদের খুনের বিচার
দিনে দিনে যাচ্ছে বেড়েই হত্যাকারির হত্যাচার।
দেখবে কতই আপন চোক্ষে স্বৈরাচারের স্বৈরাচারি,
একদিন তো ভাই মরতে হবে মরি নাহয় লড়াই করি।
জিম্মি করে জনগনকে খাচ্ছ লুটে গোটা দেশ,
আমরা মরছি ধুকে ধুকে তামসা কর তোমরা বেশ।
মারছো তোমরা গুলি করে দোষ চাপাচ্ছ বুদুড় ঘাড়ে
অভিনয় তোদের সবে জানি ঢের পাবে সব হাড়ে হাড়ে
মোরা শুনব না আর মিথ্যা ভাষণ মিথ্যাবাদীর মিথ্যাচার
মোরা সইব না আর দমন পীড়ণ অত্যাচারির অত্যাচার।
এই ইমনের শিরায় শিরায় জ্বলছে আজি দ্রোহের শিখা
কলজে ছিড়ে ঝরছে রক্ত বাহির হতে যায় না দেখা।
মোরা মশাল জ্বেলে নামব পথে করব ঘেরাও গণভবণ,
মোরা জীবন দিয়ে আনব বিজয় স্বৈরাচারির করব পতন।
মোরা অনেক সইছি আর সবো না পিট ঠেকেছে দেয়ালে
মোদের নিভু নিভু রক্ত শিখা হঠাৎ করেই উটে জ্বলে।
মোরা মরলে শহীদ বাচঁলে গাজি ভয় করি না দুশমনের এ
একদিন তো ভাই মরতে হবে মরি না হয় শহীদ হয়ে।