এই পথ থেমে যাবে
তোমার আমার যুগল পথে
নিষ্পাপ অশ্রু ঝড়বে
সভ্যতারা গড়বে মিনার।
এই পথ থেমে যাবে
নদী যেথায় মিলিয়ে যায়
দূরের পাহাড়গুলো ঝাপসা হয়
দুচোখের অস্পষ্টতায়।
এই পথ থেমে যাবে
গ্রীষ্মের দাবদাহ এলে,
বছরের প্রথম বৃষ্টির সাথে
বসন্ত নিলে বিদায়।
এই পথ থেমে যাবে
ধূসর পৃথিবীর আস্তরণে
কিংবা, হাসনাহেনার গন্ধ যেথায়
বাতাসে মিলিয়ে যায়।
এই পথ শেষ হয়ে যাবে
যেথায় নক্ষত্ররা নেমে আসে
অগণিত জোঁনাকির মত
দূরের বিজলি আলোয়।
এই পথ শেষ হয়ে যাক,
তৈরি হোক নতুন পথ
সভ্যতা জেঁগে উঠুক
গেয়ে নতুন শপথ।।
Dec 11, 2019