পাতার শিরায় তোমার আমার প্রেমের ধ্বনি
নখের আঘাত জলের প্রপাত স্নিগ্ধ দুপুর।
রোদের আওয়াজ শুকিয়ে দেয় হরিৎ নদী;
তোমার ছোঁয়া পাতার বুকে চুমুর আওয়াজ।

স্মৃতির পাতায় চুমুর কালি পত্র লিখে
একটি পাখি এই পাতাতে কান্না মুছে।
এই পাতাতে লুকিয়ে আছে নীল ক্রোমোজম;
ক্রোমোজোমের প্রাচীন দেহে আদর রাখি।
-----------------
সাদমান সাকিল,
প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক,
ঢাকা বিশ্ববিদ্যালয় সাহিত্য সংসদ।