আকাশটা আজ চিলের ডানায়
মনের সুখে বাড়ি বানায়,
আমিও আজি আকাশ হবো
আজিকে আমি পাখি হবো।
আমি আমার মাঝে বাঁধবো বাড়ি
পথটি হবে ধূল-পাহাড়ি,
বাড়ি খানা আপন মনে
মিলিত হবে তোমার সনে।
কাশের মত ফুলটি হয়ে
সফেদ কিছু সপ্ন নিয়ে,
আমি মন-পাহাড়ের বন-বিহারে
হারিয়ে যাব সবিস্তারে।
রূপের ঢালি সাজিয়ে আজি
বিস্ফোরিত নেত্ররাজি,
তাকিয়ে রবে তোমার পানে
নীল-পাহাড়ের কল্প-মনে।
সুখের আশা আর করি না,
দু:খ বাজায় বংশী-বীণা।
আমি আজিকে আমি হারিয়ে যাব
আমার মতো আমির খাঁজে
তুমি মাছের মত লুকিয়ে থেকো
জলের ক্ণার জালক-মাঝে...