সেদিন তুমি আমাকে কবিতা পড়তে বলেছিলে-
এই কথা শুনে,
সপ্তম স্বর্গের সতেরো কোটি নির্ঘুম প্রজাপতি
উড়ে এসে ভিড় করেছিলো
আমার গোলাপ-গোলাপ ঠোঁটে।

তুমি আমাকে আর কবিতা পড়তে বোলো না।
আমি প্রজাপতির নীল স্পর্শের অন্ধকার পেতে পেতে ক্লান্ত...
------------------
সাদমান সাকিল,
প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক,
ঢাকা বিশ্ববিদ্যালয় সাহিত্য সংসদ।