ঠোঁট বালিশে মাথা রাখে ত্বকের শরীর
মেহেদি পাতার ঘ্রাণের আঘাত তন্ত্রে লাগে।
মন্ত্র পড়ি মেঘের ভাঁজে হারিয়ে যাওয়ার
স্মৃতির রুমাল যাচ্ছে ভিজে শিশির-ছোঁয়ায়।

ঋষির বেশে ভ্যানগগ আসে গাঁয়ের মোড়ে
শান্ত নদী আনৈতারার ঘুম ভেঙে যায়।
নদীর ছবি আঁকতে গিয়ে ভাঙছে তুলি
ধূলির মাঝে হারিয়ে গেল স্মৃতির শরীর।

টিকলি হয়ে ঘুমিয়ে থাকি কপালপাড়ায়
চারদিকেতে অস্থিরতার প্রবল প্রতাপ।
চারদিকেতে লক্ষ কোটি ধূর্ত শেয়াল
হিংস্র চোখে তাকিয়ে থাকে সূর্য-চোখে।

সূর্য-নদীর মাঝখানেতে লক্ষ বাঁধা
নৌকা-হৃদয় উড়বে তবে সূর্য পানে?
রৌদ্র-তাপে তৃপ্ত হবে দীপ্ত নদী?
সূর্য মিশুক আনৈতারার জলের ঘুমে।
-----------------
সাদমান সাকিল,
প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক,
ঢাকা বিশ্ববিদ্যালয় সাহিত্য সংসদ।