দুইটি শব্দ;
একটি কৃষ্ণচূড়া-লাল, আরেকটি কাজল-রঙা-কালো;
দুটি সুতীক্ষ্ণ শব্দের ধারালো স্পর্শে আহত হয়ে আছি...

প্রেমহীন যৌনতাহীন নিষিদ্ধ শহরের
সুস্পষ্ট আকাশে যখন গাঢ়তম কালো মেঘ ভীড় করতো,
তখন এক সুবিস্তৃত লাল টিপ এসে যেতো অকস্মাৎ...

শালিকের সাথে শিউলিফুলের কখনো কি দেখা হয়েছিলো?
যদি সে দেখা বাস্তব হয়-
পিথাগোরাসের স্তব্ধ উপপাদ্যের মতো প্রমাণযোগ্য হয়-
তাহলে তারা সবসময় এখনও প্রচন্ড চুপ থাকে।
নীরব ভাষার চিরকাল কথোপকথন চলে...

একটি নীরব নিথর নিষ্কলঙ্ক নিষিক্ত রাত তার-
অতীত জীবনের সাথে যেভাবে কথা বলে...
-----------------
সাদমান সাকিল,
প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক,
ঢাকা বিশ্ববিদ্যালয় সাহিত্য সংসদ।