সূর্য ডুবে আনৈতারায়,
সূর্যমুখীর সুপ্ত প্রেমে স্তব্ধ জীবন।
সূর্য তবে দিলো তোমায় নদীর জীবন?
কন্ঠ এখন যাচ্ছে থেমে নীল-অন্তরায়।

সূর্য-তাপে তপ্ত হলো লব্ধ-নদী
পায়ে বাজে কল্প-নূপুর, অব্যাহত।
নদীর ঠোঁটে পঙক্তি খোঁজে নিহিল কবি,
নদীর ঘ্রাণে মত্ত হলো ত্রস্ত শালিক।

সুখের ব্যথায় যাচ্ছে ভেঙে সূর্য-শরীর
দুখের সুখে পাপড়ি খোলে মুগ্ধ গোলাপ।
আনৈতারা এক হয়ে যায় সূর্য-দেহে
বকের ডানায় রাখছি জমা স্মৃতির চুমু।

স্মৃতির শরীর গলতে থাকে সময়-তাপে
রাধার কাঁধে শুকতারাটা কাঁপতে থাকে।
কৃষ্ণ অবাক নিঃস্ব রাতের অন্ধ-আলোয়
চুলের খোঁপায় শুকতারাটা থাকুক গেঁথে।
-----------------
সাদমান সাকিল,
প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক,
ঢাকা বিশ্ববিদ্যালয় সাহিত্য সংসদ।