বকের সৌন্দর্যে পরাস্থ হয় বোয়িং-৭৭৭,
বিধ্বস্ত হয় অর্বাচীন আলকানস্টের শুভ্র ডানায়।
প্রশ্ন উঠে, বকের সৌন্দর্যের শক্তি বেশি, নাকি- বোয়িং-এর গতিময়তার শক্তি বেশি?
একজন সপ্তদশী মেয়ে প্রশ্ন তুলে-
বক-প্রেমিকের কাছে,
আকাশের বক গুনো কেন তুমি?
বক-প্রেমিক বলে, বক হলো স্বর্গের অসৎ পাখি।
প্রতিবার বক গুনলে,
স্বর্গের ৭ম নদীটিতে
জন্ম নেয় শুভ্র ডানার শাপলাপাতা মাছ।
আমি সেই শাপলাপাতা মাছেদের ভালোবাসি।
আবার,
সপ্তদশী প্রশ্ন করে বিমান-প্রেমিককে,
আকাশের বিমান গুনো কেন তুমি?
বিমান-প্রেমিক বলে,
বিমান সততার প্রতীক।
প্রতিবার বিমান গুণলে,
২৯তম বিশ্বযুদ্ধে ৩০৩ জন করে মানুষ বেশি মারা যায়।
অতএব,
বক=অসততা=জীবন=প্রেম।
বিমান=সততা=মৃত্যু=অপ্রেম।
-----------------
সাদমান সাকিল,
প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক,
ঢাকা বিশ্ববিদ্যালয় সাহিত্য সংসদ।