ত্রস্ত চড়ুই ডাকে-
অবাধ্যতার আকাঙ্ক্ষাতে ত্রস্ত চড়ুই নাচে।
নিষিক্ত ঠোঁট শুনতে থাকে জলের আওয়াজ,
সন্ধ্যা বেলায় রেওয়াজ চলে গভীর প্রেমের।

কলম্বিয়ার লাল পাহাড়ের ম্যাকাও পাখি
স্বপ্ন দেখে আগুন হওয়ার-
দূর পাহাড়ের হলদে রঙিন নষ্ট আগুন।

ভ্রষ্ট সকাল শান্ত আলোর স্বপ্ন ঝরায়
নিৎসে-ফ্রয়েড মন্ত্রণা দেয় উড়াল দেয়ার।
দুই হাতেতে বোদলেয়ারের পদ্ম-কুঁড়ি,
চিন্তা-স্রোতে ভাসতে থাকে লক্ষ ডিঙি।

বাসতে ভালো, ভুলতে হবে, গভীরভাবে।
ভুলতে আমায় ভুলতে হবে বর্ণমালা।
সূর্য-বুকের সুবাস থেকে আলোর জীবন
আলো কেন কান্না করে সূর্যের আশায়?
-----------------
সাদমান সাকিল,
প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক,
ঢাকা বিশ্ববিদ্যালয় সাহিত্য সংসদ।