"আলোই কি তবে ধবধবে অন্ধকার?"
এই প্রশ্ন পেয়ে আমাদের তথাকথিত ঈশ্বর
আমার দিকে একটি বেগুনী রঙের শাড়ি ছুঁড়ে দেয়।

তারপর আমি পৃথিবীর যেকোনো নারী
কিংবা
যেকোনো পুরুষের রূপে
সেই বেগুনী শাড়ি কিংবা
সিসেরাসের রাজত্বের দর্জিদের সেলাই করা
কোনো দারিয়ুস পাখির পালক রঙা পাঞ্জাবি পরি।

"কবিতা, একাকিত্ব এবং অন্ধকারকে ঠোঁটের প্রতিশব্দ হিসেবে ঘোষণা চাই"
এই প্ল্যাকার্ড হাতে নিয়ে
আমরণ অনশনে
আমি যখন বাংলা একাডেমির সামনের ফুটপাতে শুয়ে থাকি-

তখন তুমি-
আমার খুব কাছে এসে বলো-
'আমি তোমাকে কবিতা দিব,
আমি তোমাকে একাকিত্ব দিব,
আমি তোমাকে অন্ধকার দিব।'

আমি সরল মনে
মাতৃদুগ্ধের মতো কোনো এক মাতাল তরলে চুমুক দিয়ে
অনশন ভাঙি...
কিন্তু আমি এখনো আমার সেই কাঙ্ক্ষিত ঠোঁট পাইনি...
-----------------
সাদমান সাকিল,
প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক,
ঢাকা বিশ্ববিদ্যালয় সাহিত্য সংসদ।