আমায় কবি হতে দিলো না
ওরা আমায় কবি হতে দিলো না।
কবি হতে চেয়েছিলাম আমি মনে মনে,
ঘুরেছিলাম একা একা কল্পবনে।
কিন্তু কেউ ভালবাসল না আমায়
আসলনা মোর কাছে।
কবি হবে সেই জন যার কাছে
ভালবাসা আছে।
ভালবাসাতে তার কাছে থাকে
যে ভালবাসা পায়,
কেউ কি ভালবাসা দিয়েছে আমায়?
ভালবাসা দেয় নি, কাছে টেনে নেয় নি।
দিয়েছে শুধু ঘৃণার কালি,
ভালবাসার সিন্দুক তাই এখনো খালি।
প্রেমসিন্দুকে প্রেম নাই মোর-
কিভাবে থাকবে কবিতার সিন্দুক ভরা?
ক্ষত-বিক্ষত করেছে মোরে শত দুঃখ ও জরা।
সে কারণেই কবি হওয়ার সপ্ন মোর
রয়ে গেল অধরা।
আমার সপ্ন ভেঙ্গেছে ওরা
যারা আমায় ভালবাসেনি,
যারা আমায় কাছে টেনে নেয় নি।
আমায় কবি হতে দিলো না তারা
যারা আমার প্রেমসিন্দুক ভেঙ্গে করেছিল চুরমার।
প্রেম সিন্দুকের সেই ভগ্ন তালা আর্তনাদ করে অবিরত,
বলে মোরে সপ্ন ভঙ্গকারীদের কাছে থাক অবিনীত।
সেই ভগ্ন তালাটি থাকে সারা দিন-রাত জেগে,
প্রতিক্ষণে গলাফাটায় কবি কবি বলে ডেকে।
কিন্তু, আমি তো কবি নই।
আমি তো কবি হতে পারি নি,
ঐ খুনিরা আমার সপ্নকে খুন করেছে।
সপ্নভেঙ্গে এবং করে নানা ছলনা
ওরা তো আমায় কবি হতে দিলো না।
FB ID : http://www.facebook.com/sadmansakil