আশে পাশে কেউ নেই, কিছু নেই
আছে শুধু এক টুকরা কালো কাপড়
ওরা দৈব উপায়ে কোথা থেকে জানি
হাজির করেছে রঙিন সুতোর বান্ডেল
ওদের মানুষ "কবি" বলে গালি দেয়,
ওরা চুপ করে থাকে, কাঁদে
কেউ দেখে না তাদের কান্না, কেউ দেখে না
সেদিন আকাশের মেঘগুলোও উদাসীন
চলে গেছে দূরে, বুঝেনি, বুঝতে চেষ্টাও করেনি
তাদের দিকে তাকিয়ে থাকা নিশ্চুপ মানুষগুলো কাঁদছে।
কর্মহীন সময়ের কালো কাপড়ে পড়ে
বর্ণিল কাব্য-সুতোর রাজকীয় সেলাই
কোনো এক ভোর রাতে তৈরি হয় কবিতা-জামা
জামায় কিছু কষ্টের বোতাম লেগে থাকে
জামায় স্থান পায় নিগ্রহের কঠোর কলার
জামাগুলোয় সুখ জমা রাখার কোনো পকেট নেই
কবিতাদর্জিরা নিজের জামা নিজে পড়ে
অনেকে হকচকিয়ে তাকায় জামার দিকে
মাঝে মাঝে কবির দিকে, দর্জির দিকে
কেউ কখনো কাছে এসে জিজ্ঞেস করে না
কখনো করেনি, তোমার জামায় পকেট নেই কেন?
FB ID : http://www.facebook.com/sadmansakil