একটি ধ্রুবক জীবনখাতায় গল্প লিখি।
নৌকা-রঙিন কল্প-প্রবণ স্বপ্ন-কলম
চলতে থাকে যেমন চলে প্রাচীন নদী;
থামতে গিয়ে সামনে পড়ে তিমুর সাগর।
গোলাপ গোলাপ শরীর জুড়ে শোনিত ডাকে
সূর্য তুমি কোথায় থাকো কোন আকাশে?
একটি ছুরি চালিয়ে দিলে বুকের ভেতর
ফিনকি দিয়ে বেরিয়ে আসে সূর্যমুখী।
এমন ধ্রুবক জীবনখাতা পুড়িয়ে দিলে
কাফকা-ক্যামু আসবে তবে জীবনপাড়ায়?
মার্ক শ্যাগালের চিত্রগুলো জীবন পাবে?
নিৎসে-ফ্রয়েড ঠোঁট মিলাবে বাউল গানে?
আলোর ডানায় প্রাচীন গ্রীসের কাব্য ভাসে।
অনুভবের ক্লান্তি আসে তন্ত্র-জুড়ে।
এমন দিনে স্বীকার করে নিতেই হলো
তোমার মতো খেলনা আমার পছন্দ খুব!
-----------------
সাদমান সাকিল,
প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক,
ঢাকা বিশ্ববিদ্যালয় সাহিত্য সংসদ।